দেশজুড়ে
রাজধানীতে কোটি টাকার দেশীয় মদ উদ্ধার
ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার পি ব্লকের পাশে বালু নদীর তীরে দেশি মদ তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব। এসময় অভিযান চালিয়ে প্রায় ১২ হাজার লিটার দেশীয় মদ উদ্ধার করে র্যাব সদস্যরা। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (২ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বসুন্ধরা এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-৪ এর সদস্যরা।
র্যাব জানায়, উদ্ধারকৃত এই মদের দাম প্রায় এক কোটি টাকা।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৪ এর অধিনায়ক মোজাম্মেল হক জানান, উদ্ধার অভিযানের সময় র্যাবকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। র্যাব পাল্টা গুলি ছুড়লে ট্রলার নিয়ে পালিয়ে যায় মাদক কারবারীরা। তাদেরকে আটকের অভিযান অব্যাহত রয়েছে।