দেশজুড়েপ্রধান শিরোনাম
৫০কোটি টাকা মূল্যের সাপের বিষসহ আটক পল্লী চিকিৎসক
ঢাকা অর্থনীতি ডেস্কঃ দিনাজপুর শহরের নিউটাউন এলাকা থেকে ৫০ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ রুহুল আমীন (৫৮) নামে এক পল্লী চিকিৎসককে আটক করেছে র্যাব। রুহুল আমীন দিনাজপুরের বিরামপুর উপজেলার মাহমুদপুর গ্রামের মৃত বসির উদ্দিনের ছেলে।
র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের উপ অধিনায়ক মেজর সৈয়দ ইমরান হোসেন জানান, রবিবার দুপুরে র্যাবের একটি দল পল্লী চিকিৎসক রুহুল আমীনের চেম্বারে অভিযান চালিয়ে বাক্সবন্দি দানাদার, পাউডার ও তরল আকারে ৬টি কাচের জারে রাখা ওই সাপের বিষ উদ্ধার করে।
জারের উপরে লেখা রয়েছে: COBRA S. P MADE IN FRANCE। সাপের এই বিষের আনুমানিক মূল্য ৫০ কোটি টাকা বলে র্যাব কর্মকর্তা জানান।
র্যাব কর্মকর্তা আরও জানান, আসামি রুহুল আমীনের বিরুদ্ধে র্যাবের পক্ষ থেকে মামলা করে তাকে কোতয়ালী থানায় সোপর্দ করা হবে।