তথ্যপ্রযুক্তি

রিমোটের মাধ্যমে জীবিত কুকুরকে নিয়ন্ত্রণ!

ঢাকা অর্থনীতি ডেস্কঃ অনেকে কুকুর পালেন বাড়ি পাহাড়া দেয়ার জন্য। সাধারনত রশি দিয়ে বেঁধে কুকুরকে নিয়ন্ত্রণ করেন তারা। কিন্তু এখন আর কুকুরকে নিয়ন্ত্রণের জন্য বেঁধে রাখতে হবে না।

উদ্ভাবিত হয়েছে রিমোট দিয়ে পোষা কুকুর নিয়ন্ত্রণ করার প্রযুক্তি। প্রযুক্তি নিয়ে কাজ করা গবেষকরা সম্প্রতি এমন তথ্য জানিয়েছেন। মাধ্যমে মানুষ আর কুকুরের মধ্যে যোগাযোগে এই প্রযুক্তির হ্যাপটিক্সের ব্যবহারের নতুন পথ খুলে গেল।

খবরে বলা হয়েছে, এই প্রযুক্তিতে কুকুরের শরীরে লাগানো ‘ভাইব্রেশন ভেস্ট’-এ রিমোটের মাধ্যমে কমান্ড দেয়া হয়। ওই কুকুর কমান্ড পেয়ে সেই মোতাবেক কাজ করে।

ইসরায়েলের বেনগুরিয়ন ইউনিভার্সিটিতে উদ্ভাবিত এই প্রযুক্তির মাধ্যমে কুকুরের শরীরের ভেস্টে ৪টি ভাইব্রেশন মোটর ব্যবহার করা হয়েছে।এই ভাইব্রেশন মোটর শরীরের পেছনের অংশে ও পাশের দিকে বসানো হবে।

একটি কুকুরের ওপর এই প্রযুক্তি দিয়ে পরীক্ষা চালিয়ে কুকুরটিকে বড় করা হয়েছে দৃষ্টি প্রতিবন্ধীদের পথ প্রদর্শক হিসেবে। এরপর ভাইব্রেশন ভেস্ট-এর কমান্ডে বেশি সাড়া দেয় কুকুরটি।

Related Articles

Leave a Reply

Close
Close