দেশজুড়ে
বাল্যবিয়ে পড়ানোর অপরাধে ইমামকে জরিমানা
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঝিনাইদহের শৈলকুপায় বাল্যবিয়ে পড়ানোর অপরাধে বদরুল ইসলাম (৪০) নামের এক ইমামকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৩০ আগস্ট) বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম এ আদালত পরিচালনা করেন।
বদরুল ইসলাম শৈলকুপা উপজেলার দুধসর গ্রামের মসজিদের ইমাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওই দিন বিকালে উপজেলার দুধসর গ্রামের আরিফুল ইসলামের মেয়ে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ঝুমুর খাতুনের সঙ্গে ঝিনাইদহ সদর থানার লাউদিয়া গ্রামের হুরমত আলীর ছেলে সোহাগ হোসেনের বিয়ে হয়।
এই বাল্য বিয়েটি পড়ানোর অভিযোগে ইমাম বদরুল ইসলামকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বর ও কনে পক্ষের লোকজন আগেই পালিয়ে যায়।