দেশজুড়েপ্রধান শিরোনাম

রাজধানীতে লাখ টাকার হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী আটক

ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব- ২।  এসময় তাদের কাছ থেকে প্রায় ১ লাখ ২৬ হাজার টাকার হেরোইন জব্দ করা হয়।

রোববার (২৫ আগস্ট) দুপুর পৌনে ৩টার দিকে র‌্যাব-২ এর একটি দল মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজারস্থ সুলতানগঞ্জ মেকাব খান রোড থেকে তাদেরকে আটক করে।

আটকরা হলেন- সুশীল মন্ডল (৩৫) ও আবির আয়ব (৩৫)।

র‌্যাব- ২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোহাম্মদ সাইফুল মালিক জানান, আটকরা মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবত ঢাকা শহরের বিভিন্ন জায়গা হতে স্বল্প মূল্য হেরোইন ক্রয় করে তাদের হেফাজতে রেখে ক্রয় বিক্রয় করে আসছিল।

জিজ্ঞাসাবাদে না গেছে, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়িয়ে অভিনব উপায়ে নিত্য নতুন কৌশল ব্যবহার করে সীমান্ত পথ থেকে হেরোইন কিনে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে চড়াদামে বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

আটকদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা দায়েরপূর্বক আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Close
Close