দেশজুড়ে
অসামাজিক কার্যকলাপের দায়ে যুব মহিলালীগ নেত্রীসহ আটক ১৯
ঢাকা অর্থনীতি ডেস্কঃ সিলেটের জৈন্তাপুর উপজেলায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে জেলা যুব মহিলা লীগের অর্থ সম্পাদিকা মিনারা বেগমসহ ১৯ জনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। আটকদের মধ্যে মিনারা ছাড়া আরও দুইজন নারী রয়েছেন। বাকি ১৬ জন পুরুষ।
রোববার (২৫ আগস্ট) দিবাগত গভীর রাতে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঘাটেরচটি এলাকার উপহার কমিউনিটি সেন্টারের পাশের একটি বাসা থেকে তাদের আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে উপহার কমিউনিটি সেন্টারের পাশের একটি বাসায় অসামাজিক কার্যকলাপ চলছে এমন খবর পেয়ে এলাকার লোকজন বাসাটি ঘেরাও করেন। পরে ওই বাসা থেকে যুব মহিলা লীগ নেত্রী মিনারাসহ তিন নারী ও ১৬ পুরুষকে আটক করে পুলিশে খবর দেয় তারা। খবর পেয়ে পুলিশ এসে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।
জৈন্তাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বনিক জানান, অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৯ জনকে আটক করে জনতা পুলিশে দিয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এর আগে সিলেট শহরের জিন্দাবাজার এলাকায় ট্রাফিক পুলিশকে চড় মেরে আটক হয়েছিলেন যুব মহিলা লীগ নেত্রী মিনারা বেগম। এবার অসামাজিক কার্যকলাপের অভিযোগে তাকে আটক করা হলো।