দেশজুড়েপ্রধান শিরোনাম

ডিসির সঙ্গে ভিডিওতে থাকা নারী কর্মচারীও উধাও!

ঢাকা অর্থনীতি ডেস্ক: জামালপুরে ওএসডি হওয়া ডিসি আহমেদ কবীরের সঙ্গে ভিডিও ভাইরাল হওয়া নারী অফিস সহায়ক সানজিদা ইয়াসমিন সাধনার খোঁজ মিলছে না। সাধনার গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার শুকনগরী গ্রামে গিয়েও তার খোঁজ মেলেনি।

রোববার (২৫ আগস্ট) তার অফিস করার কথা থাকলেও তিনি অনুপস্থিত ছিলেন। জামালপুরের ভারপ্রাপ্ত প্রশাসক রাজিব কুমার সাহা জানিয়েছেন, তিনি কোনো ছুটির আবেদন করেননি।
এদিকে শনিবার গভীর রাতে জেলা প্রশাসক আহমেদ কবীর জামালপুর থেকে পালিয়ে ঢাকায় চলে যান।
আর আপত্তিকর ভিডিও ভাইরাল হবার পর থেকেই আত্মগোপনে রয়েছেন জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহায়ক সানজিদা ইয়াসমিন সাধনা।
শহরের শেখেরভিটায় তার ভাড়াটিয়া বাসায় গিয়েও সাধনাকে পাওয়া যায়নি।
বাড়ির মালিক বলেন, শুকনগরীতে একবার নদী ভাঙার পর তারা বিভিন্ন বাড়িতে ভাড়া থাকতো। পরে একটা বাড়িও করেছে। তিনি প্রায় তিন বছর ধরে মা-বাব এবং ছেলেকে নিয়ে আমার বাড়িতে ভাড়া থাকেন। আমি যতদূর জানি, এক বছর আগে ডিসি অফিসের পিয়ন পদে তার চাকরি হয়েছে। আমি তাকে সবসময় ভালো হিসেবেই দেখেছি। কখনো তার খারাপ কিছু আমার চোখে পড়েনি।
সাধনার পরিবারের লোকজন জানান, তিনি তার খালার বাড়িতে আছেন। তার মনের অবস্থা ভালো নেই।
জানা গেছে, ৭ বছর আগে সানজিদা ইয়াসমিন সাধনার স্বামী মারা যান। তাদের একমাত্র সন্তান ষষ্ঠ শ্রেণিতে পড়ছে।

Related Articles

Leave a Reply

Close
Close