দেশজুড়ে
পিকআপ ভ্যান উল্টে সৌদিতে ৪ বাংলাদেশি নিহত
ঢাকা অর্থনীতি ডেস্ক: সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এরা সবাই নারায়ণগঞ্জের আড়াইহাজারের কালাপাহাড়িয়া ও খাগকান্দা ইউনিয়নের বাসিন্দা।
শুক্রবার (২৪ আগস্ট) সকালে কাজ শেষে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-কালাপাহাড়িয়া ইউনিয়নের বদলপুর গ্রামের জাব্বার মিয়ার ছেলে সুরুজ মিয়া (২৫), একই গ্রামের মোতালিব ব্যাপারীর ছেলে নুরা মিয়া (২৩) এবং পাশ্ববর্তী গ্রামের খালিয়ারচর গ্রামের মোকররমে ছেলে উজ্জল (২২)। এছাড়া খাগকান্দা ইউনিয়নের চম্পকনগর গ্রামের রাসেল (২৪) নামে একজন রয়েছে।
মদিনার আল ফাহাদ কোম্পানিতে কাজ করতেন তারা। কাজ শেষে সকালে বাসায় ফেরার পথে তাদের বহনকারী পিকআপ ভ্যানের চাকা ফেটে প্রাইভেটকরের সঙ্গে ধাক্কা লেগে পিকআপ ভ্যানটি উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
অভিবাসীদের নিয়ে কাজ করা সংগঠন অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর মাঠ কর্মকর্তা আমিনুল হক বলেছেন, আমরা তাদের পরিবারের সাথে যোগাযোগ করে লাশ আনার ব্যাপারে সহযোগিতা করব। যাতে সৌদি থেকে সকল সুযোগ সুবিধা পায় সেই ব্যাপারে কাজ করে যাচ্ছি।
নিহতের মরদেহ মদিনা কিং ফাহাদ হসপিটালের হিমঘরে রাখা হয়েছে।