দেশজুড়ে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালো দিবস স্মরণে মানববন্ধন

ঢাকা অর্থনীতি ডেস্ক: অগণতান্ত্রিক ও অসাংবিধানিকভাবে আর কোনও সরকার যেন ক্ষমতা দখল করতে না পারে সেজন্য দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরা।

শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস স্মরণে টিএসসিতে আলোচনা সভা ও অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত মানববন্ধনে এসব বলেন বক্তারা।

২০০৭ সালের ২৩ আগস্ট সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলা দেখাকে কেন্দ্র করে কয়েকজন সেনা সদস্যের সাথে শিক্ষার্থীদের দ্বন্দ্ব সৃষ্টি হয়। পরে শিক্ষক-শিক্ষার্থীদের গ্রেপ্তার করার পাশাপাশি সারা দেশে কারফিউ জারি করে সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। ৬৬ দিন পর খুলে দেয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। সূত্র-ডিবিসি নিউজ

Related Articles

Leave a Reply

Close
Close