দেশজুড়েপ্রধান শিরোনাম

রাঙ্গামাটিতে সেনাবাহিনীর টহলে শীর্ষ সন্ত্রাসী সুমন চাকমা নিহত

ঢাকা অর্থনীতি ডেস্ক: রাঙ্গামাটির বাঘাইছড়ির বাঘাইহাট উজু বাজার এলাকায় সেনাবাহিনীর গাড়িতে সন্ত্রাসীদের গুলি বর্ষণের পর সেনাবাহিনীর পাল্টা গুলিতে সুমন চাকমা। নিহত হয়েছেন।

শুক্রবার ( ২৩ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার বাঘাইহাট এলাকায় এ ঘটনা ঘটে।

সুমন চাকমা বাঘাইহাট-সাজেক এলাকার শীর্ষ সন্ত্রাসী ও ইউপিডিএফ প্রসীতখীসা গ্রুপের সদস্য। তিনি নানিয়াচর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমা হত্যা মামলার অন্যতম আসামি। এই ঘটনায় পুরো বাঘাইছড়ি এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

রাঙ্গামাটি ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. শফিউল্লাহ জানান, সকাল পৌনে ১১টার দিকে বাঘাইহাট জোনের সেনা টহল দলের একটি পিকআপে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করলে সেনাবাহিনী পাল্টা জবাব দেয়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে সুমন চাকমা নিহত হন। পরে সমনের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে সন্ত্রাসীদের ধরতে সেনাবাহিনীর টহল জোরদার করে অভিযান চালানো হচ্ছে।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার গাইন্দা ইউনিয়নে সেনাবাহিনীর উপর সন্ত্রাসী হামলার ঘটনার ৪ দিনের ব্যবধানে বাঘাইছড়ি উপজেলায় সেনাবাহিনীর উপর এই হামলার ঘটনা ঘটলো।

Related Articles

Leave a Reply

Close
Close