আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ
আশুলিয়ায় বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে নিখোঁজ নয়নের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদকঃ গত ১৭ আগস্ট আশুলিয়ার কন্ডা এলাকায় নদীতে নিখোঁজ নয়নের লাশ ছয়দিন পর উদ্ধার করেছে স্থানীয়রা।
শুক্রবার(২৩ আগস্ট) সকালে কন্ডা প্রাথমিক বিদ্যালয়ের কাছে বংশাই নদীতে স্থানীয় জনতা খুঁজে পায় নাফিউল ইসলাম নয়নের (২৪) লাশ।
সনাক্তকরণ শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (এসআই) বিজন কুমার দাস।
তিনি আরও জানান, আজ (২৩ আগস্ট) সকালে স্থানীয়রা নয়নের মৃতদেহ খুঁজে পেয়ে পুলিশে খবর দেয়। মুলত নিখোঁজের পর স্বজনরা স্থানীয়দের নিয়ে তাঁর খোঁজ করছিলেন।
নিহত নয়ন বেসরকারী প্রাইম বিশ্ববিদ্যালয়ের মিরপুর ক্যাম্পাসের এমবিএ এর প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তিনি মিতালী গ্রুপের আইটি কর্মকর্তা হিসেবেও কর্মরত ছিলেন।
উল্লেখ্য, শনিবার (১৭ আগস্ট) দুপুর ১টার দিকে নয়ন তার বন্ধুদের সঙ্গে কনডা ব্রিজ এলাকায় বংশাই নদীতে গোসল করতে নামেন। সাঁতার না জানায় নয়নসহ তিনজন হাঁটুপানিতে দাঁড়িয়ে গোসল করছিলেন। বাকিরা সাঁতার কাটছিলেন। ঘণ্টাখানেক পর অনেকেই পানি থেকে উঠে এলেও তিনজন সাঁতার কাটছিলেন। এ সময় তারা স্রোতের মধ্যে পড়ে গেলে নয়ন তাদের উদ্ধার করতে এগিয়ে যায়।
কিন্তু সাঁতার না জানায় নয়ন পানিতে তলিয়ে যায়, অন্যরা ভেসে থাকে। পরে বন্ধুরা নৌকা দিয়ে ওই তিনজনকে উদ্ধার করতে পারলেও নয়নকে আর খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজের দিন থেকেই নয়নকে খুজে বের করার প্রচেষ্টা চালিয়ে আসছিলেন স্থানীয়রা।
/আরএম