বিশ্বজুড়ে
স্টেশনের ফ্রিজে খাবার রেখে যাচ্ছেন স্বচ্ছল যাত্রীরা, খাচ্ছেন দরিদ্ররা
ঢাকা অর্থনীতি ডেস্কঃ যাত্রীদের বেঁচে যাওয়া খাবার দরিদ্রদের হাতে তুলে দেয়ার জন্য রেল স্টেশনে রাখা হলো ‘পাবলিক ফ্রিজ’। খাবার নষ্ট না করে বা ফেলে না দিয়ে এসব ফ্রিজে রেখে গেলেই খেতে পারবেন ভবঘুরে ও হতদরিদ্র মানুষেরা। তাই স্টেশনের বিভিন্ন প্রান্তে রাখা হয়েছে ফ্রিজ। এই মানবিক প্রকল্প চালু করা হয়েছে ভারতের কর্নাটকের হুব্বালি স্টেশনে।
এতে সাড়াও মিলেছে কল্পনাতীত। কর্তৃপক্ষ জানিয়েছে, তিন দিনে শতাধিক মানুষ এই ফ্রিজে খাবার রেখেছেন একেবারে সযত্নে। রীতিমতো খাবার প্যাকেটে করে গুছিয়ে রেখে যাত্রীরা মানবিকতার নজির রেখেছেন। উদ্দেশ্য সফল হওয়ায় এবার অন্য বড় স্টেশনগুলিতেও এই ধরনের ফ্রিজ রাখার পরিকল্পনা নিয়েছে রেল বোর্ড।
তবে রেলকর্তাদের একাংশ মনে করেছেন, এর কারণে স্টেশনে ভবঘুরেদের আড্ডা বাড়বে। সাধারণ যাত্রীরা বিরক্ত হবেন।
হাওড়ার সিনিয়র ডিসিএম রাজীব রঞ্জন বলেন, মানবিক দিক দিয়ে দেখলে এটা খুবই বড় কাজ। তবে স্টেশনে এই ফ্রিজ থাকলে ভবঘুরেরা তার আশপাশে ভিড় জমাবে। বাইরের থেকেও চলে আসবে খাবারের সন্ধানে। তখন সাধারণ যাত্রীরাই বিরক্ত হবেন। তবে স্টেশনের বাইরে হলে খুব ভাল হবে।
/আরএম