বিশ্বজুড়ে
মিয়ানমারে বিদ্রোহীদের হাতে ৩০ সেনা নিহত
ঢাকা অর্থনীতি ডেস্কঃ মিয়ানমারে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী নর্দার্ন অ্যালায়েন্সের বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ সেনা নিহত হয়েছেন।
উত্তরাঞ্চলের শান রাজ্যে বিচ্ছিন্নতাবাদীর সঙ্গে মঙ্গলবার (২০ আগস্ট) এ সংঘর্ষের ঘটনা ঘটে। চীন সীমান্তের কাছের এই রাজ্যের বিভিন্ন স্থানে পৃথক সংঘর্ষে মিয়ানমার সেনাবাহিনীর সদস্যদের প্রাণহানি ঘটে বলে দাবি করেছে বিদ্রোহী এই গোষ্ঠী।
থাইল্যান্ডভিত্তিক মিয়ানমারের ইংরেজি দৈনিক দ্য ইরাবতি বুধবার (২১ আগাস্ট) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
পত্রিকাটি জানিয়েছে, বিদ্রোহীদের হামলায় সেনা সদস্য নিহত হওয়ার খবর অস্বীকার করেছে মিয়ানমার সেনাবাহিনী।
সেনাবাহিনী বলছে, শান রাজ্যের বিভিন্ন স্থানে ৯টি সংঘর্ষ হয়। ৩ থেকে ৪ ঘণ্টা ধরে সংঘর্ষ চলে।
আর বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী এই গোষ্ঠী বলছে, সরকারি ৩০ সেনাসদস্য নিহত ও ১৬ সদস্য আহত হয়েছে।
সূত্র : দ্য ইরাবতি।