দেশজুড়ে

এডিসের লার্ভা পাওয়ায় পারটেক্স গ্রুপকে ২ লাখ টাকা জরিমানা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজধানীর মহাখালীতে পারটেক্স গ্রুপের প্রধান কার্যালয় প্রাঙ্গণে এডিস মশার লার্ভা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার এ জরিমানা করেন।

ডিএনসিসি জানায়, এদিন রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে যান মেয়র আতিকুল ইসলাম। এসময় ভ্রাম্যমাণ আদালত নিয়ে পার্শ্ববর্তী পারটেক্স গ্রুপের প্রধান কার্যালয় প্রাঙ্গণ পরিদর্শন করেন মেয়র। সেখানে এডিস মশার লার্ভা ও এডিস মশার প্রজনন সহায়ক পরিবেশ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে দুই লাখ টাকা জরিমানা ধার্য করে আদায় করা হয়।

এছাড়াও মহাখালীতে পুরনো টায়ারে পানি জমে থাকায় আরও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয় একটি প্রতিষ্ঠানকে।

Related Articles

Leave a Reply

Close
Close