জীবন-যাপন
স্ট্রেসের কারণে ত্বকে যেসব সমস্যা হয়_
ঢাকা অর্থনীতি ডেস্কঃ শীত, রোদ কিংবা ধুলোবালি নয়, আপনার ত্বকের সমস্যার কারণ হতে পারে স্ট্রেসও। হ্যাঁ, ঠিক শুনেছেন। স্ট্রেসের কারণে নষ্ট হয়ে যেতে পারে আমাদের ত্বক। কাজের চাপ, বাড়িতে চাপ সব মিলিয়ে মানসিক চাপ দিনদিন বেড়েই চললে তার প্রভাব পড়বে ত্বকেও।
যদি আপনার ত্বকে সোরিয়াসিস বা একজিমার মতো সমস্যা থেকে থাকে তা স্ট্রেসের প্রভাবে আরো বেড়ে যায়। ফলে ত্বকের অবস্থা খারাপ হতে থাকে।
অতিরিক্ত স্ট্রেসের ফলে ত্বকে অ্যান্ড্রোজেন হরমোন ক্ষরণ হয়। যার ফলে তৈলাক্ত ত্বক আরও তৈলাক্ত হয়ে ওঠে।
অতিরিক্ত মানসিক চাপের ফলে মুখের চারপাশ ও চোখের কোলে বলিরেখা ফুটে ওঠে।
অতিরিক্ত স্ট্রেসের ফলে ত্বক শুষ্কও হয়ে যেতে পারে। কর্টিসল হরমোন ত্বককে হিহাইড্রেটেড করে দেয়। ফলে ত্বক অতিরিক্ত শুষ্ক ও অনুজ্জ্বল দেখায়।
অতিরিক্ত স্ট্রেস হলে ত্বকের বিভিন্ন গ্রন্থি উত্তেজিত হয়ে ওঠে। যার ফলে বিভিন্ন রাসায়নিকের ক্ষরণ হয় ও ত্বকে চুলকানি, প্রদাহ হয়।