আমদানি-রপ্তানী

এদিকে বকেয়া না পেলে চামড়া বিক্রি করবেন না আড়তদারেরা

ঢাকা অর্থনীতি ডেস্ক: বকেয়া পরিশোধ না করলে ট্যানারি মালিকদের কাছে চামড়া বিক্রি করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আড়তদারেরা। ফলে আজ থেকে ট্যানারিতে চামড়া কেনা শুরু হচ্ছে না।

শনিবার (১৭ আগস্ট) রাজধানীর পোস্তায় বৈঠকে এ সিদ্ধান্ত নেন কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতি।

বৈঠক শেষে সমিতির সভাপতি দেলোয়ার হোসেন সাংবাদিকদের জানান, বকেয়া পরিশোধ না করা পর্যন্ত চামড়া না দেয়ার সিদ্ধান্তে অনড় আড়তদাররা। রোববার এ খাতের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবে বাণিজ্য মন্ত্রণালয়। ওই বৈঠকে ওপর চামড়ার ভবিষ্যৎ অনেকটা নির্ভর করছে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।

গত কয়েক বছরের চেয়ে এবার চামড়ার দামে ধস নামায় দেশের বিভিন্ন স্থানে লাখ লাখ চামড়া ফেলে দেন মৌসুমী ব্যবসায়ীরা। এ পরিস্থিতি থেকে চামড়া ব্যবসায়ীদের বাঁচাতে গত বুধবার কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্ত নেয় সরকার।

Related Articles

Leave a Reply

Close
Close