দেশজুড়ে

৫০ লাখ টাকার স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকা থেকে ১০টি স্বর্ণের বারসহ মো. মঞ্জুরুল ইসলাম (৩৫) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

রোববার (১১ আগস্ট) বিকেলে ভোমরা স্থলবন্দর সংলগ্ন রাশেদা স্কুলের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক মঞ্জুরুল ইসলাম শ্যামনগর উপজেলার ছোটকুপট গ্রামের মৃত নওশের গাজীর ছেলে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সংলগ্ন সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের একটি বড় চালান পাচার করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির কমান্ডার সুবেদার মজিবুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়।

এ সময় সেখান থেকে চোরাকারবারি মঞ্জুরুল ইসলামকে আটক করা হয়। এরপর তার দেহে তল্লাশী চালিয়ে তার কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে পিকআপভ্যানও জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ১ কেজি ১৬৩ গ্রাম। যার বাজার মূল্য ৫০ লাখ ৫০ হাজার টাকা।

Related Articles

Leave a Reply

Close
Close