শিল্প-বানিজ্য
বাংলাদেশে ২০ কোটি ডলার বিনিয়োগ করবে কোকা-কোলা
ঢাকা অর্থনীতি ডেস্কঃ বহুজাতিক প্রতিষ্ঠান কোকা-কোলা বাংলাদেশে ২০ কোটি ডলার বিনিয়োগ করতে চায়। সম্প্রতি এ প্রস্তাব দিয়েছেন কোকা-কোলার প্রেসিডেন্ট ও প্রধান অপারেটিং অফিসার ব্রায়ান জন স্মিথ।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সচিবালয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আগামী পাঁচ বছরে বিনিয়োগে ব্রায়ান জন স্মিথ এই প্রস্তাব দেন। অর্থ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়, অর্থমন্ত্রী কোকা-কোলাকে আরও বেশি বিনিয়োগ করার আহ্বান জানিয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ এবং পুঁজিবাজারে নিবন্ধনের পরামর্শ দেন। তবে ব্রায়ান স্মিথ বাংলাদেশের বর্তমান কর ব্যবস্থায় বিদ্যমান সম্পূরক কর ও মূল্য সংযোজন কর হ্রাস করার অনুরোধ করেছেন।
এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, কোকা-কোলার উচিত বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করা এবং জনমিতিক লভ্যাংশের সুযোগ নেওয়া।