প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ
সাভারে ট্রলার ডুবে ১০টি গরু মারা গেছে, ব্যাপারীদের আহাজারি
মো. রনি খাঁ, নিজস্ব প্রতিবেদক: সাভারের বংশী নদীতে ট্রলার উল্টে ডুবে গিয়ে ১০টি গরু মারা গেছে। এ সময় ট্রলারটিতে প্রায় ৪০টির মতো গরু ছিলো। তবে ট্রলারের মাঝি ও ব্যাপারীরা সবাই সাঁতরে তীরে উঠতে পেরেছেন।
শনিবার (১০ আগস্ট) দুপুর ১টার দিকে সাভারের উলাইলে বংশী নদীতে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারে করে ৪০টি গরু নিয়ে মানিকগঞ্জের সিংগাইর থেকে গাবতলীর পশুর হাটে যাচ্ছিলো ব্যাপারীরা।
প্রত্যেক্ষদর্শী ও শিক্ষার্থী মো. হৃদয় খান জানান, উলাইলের কর্নপাড়া এলাকায় বংশী নদীতে হঠাৎ করে ট্রলারটি কাত হয়ে উল্টে ডুবে যায়। এ সময় ব্যাপারীরা ৩০টি গরু নিয়ে তীরে উঠতে পারলেও ১০ টি গরু মারা যায়। পরে মরা গরুগুলোকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। নদী ডুবে ১০টি গরু মারা গেছে। তবে ট্রলার থাকা মাঝি বা ব্যাপারীরা তীরে উঠতে সক্ষম হয়েছেন।