দেশজুড়েপ্রধান শিরোনাম

গ্রেফতারের ক্ষেত্রে সংবিধানের ৩২ অনুচ্ছেদ মানতে হবে

ঢাকা অর্থনীতি ডেস্ক: এখন থেকে যে কাউকে গ্রেফতার করার ক্ষেত্রে সংবিধানের ৩২ অনুচ্ছেদ মানতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। এছাড়া আগাম জামিনে দেয়া যাবে না ৮ সপ্তাহের বেশি। প্রধান বিচারপতির নেতৃত্বে ৭ সদস্যের আপিল বেঞ্চ এই নতুন ব্যাখ্যা দেন।

এতে আরো বলা হয়, আপিল বিভাগের দেয়া ১৬ টি নতুন নীতিমালা হাইকোর্টকে এফআইআর সুক্ষ্মভাবে পর্যবেক্ষণ করতে হবে। জামিন পেয়ে কোনো সাক্ষীকে যেন ভয় ভীতি দেখাতে না পারে আগাম জামিনে এমন শর্ত জুড়ে দিতে হবে। এছাড়া অনির্দিষ্টকালের জন্য জামিন দেয়া যাবে না বলেও রায়ে বলা হয়।

রাজধানীর হাতিরঝিল থানায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ শীর্ষ নেতাদের জামিন বিষয়ে এক মামলায় এ নির্দেশনা দেন আপিল বিভাগ। একইসঙ্গে রায় পাওয়ার দুই সপ্তাহের মধ্যে মির্জা ফখরুলসহ বিএনপির শীর্ষ ১১ নেতাকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।।

Related Articles

Leave a Reply

Close
Close