আশুলিয়াস্থানীয় সংবাদ
আশুলিয়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন
নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল করেছে ইয়ারপুর ইউনিয়ন যুবলীগ নেতা রাজন ভূঁইয়া।
বৃহস্পতিবার(০৮আগস্ট) সন্ধ্যায় আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের সোনা মিয়া মার্কেট এলাকায় যুবলীগ নেতা রাজন ভূঁইয়ার নিজ কায়্যালয়ে এই আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় রাজন ভূঁইয়া বলেন,শেখ ফজিলাতুন্নেছা মুজিব শুধু সহধর্মিণী হিসেবেই নয়, রাজনৈতিক সহকর্মী হিসেবেও আজীবন প্রিয়তম স্বামী শেখ মুজিবুর রহমানের ছায়াসঙ্গী ছিলেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি ইতিহাসের কালজয়ী এই মহানায়কের অনুপ্রেরণাদায়িনী ছিলেন। কিন্তু ঘাতকেরা ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে সপরিবারে তাদের হত্যা করে। এটা জাতির জন্য খুবই লজ্জার।
এ সময় আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিলে স্থানীয় মুরব্বীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।