জীবন-যাপন
ঈদুল আজহার গুরুত্ব!
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঈদুল আয্হা অর্থ কোরবানির ঈদ। কোরবানির শব্দমূল কুর্ব শব্দের অর্থ নৈকট্য, আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশে যা কিছু কোরবান বা উত্সর্গ করা হয় সেটাই কোরবানি। আল্লাহ্ জাল্লা শানুহু ইরশাদ করেন: আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কোরবানির নিয়ম করে দিয়েছি (সূরা হজ্জ: আয়াত ৩৪)। বিশ্ব মানব সভ্যতার ইতিহাসে প্রথম কোরবানির ঘটনা ঘটে একজন নারী পাওয়াকে কেন্দ্র করে। হযরত আদম আলায়হিস্ সালামের বিবি হযরত হাওয়া ‘আলায়হাস সালামের গর্ভে প্রতিবছর এক পুত্র ও এক কন্যা জন্ম গ্রহণ করতেন। তখন এক যমজের পুত্রের সঙ্গে অন্য যমজের কন্যার বিয়ে দেবার রীতি ছিলো। হযরত আদম আলায়হিস্ সালাম তাঁর পুত্র হাবীলকে অন্য এক পুত্র কাবিলের যমজ বোন আকলিমার সঙ্গে রীতি অনুযায়ী বিয়ে দিতে চাইলে কাবিল বেঁকে বসলেন, তিনি নিজ যমজ বোনকে বিয়ে করতে চাইলেন। তখন হযরত আদম (আ) দুই পুত্রকেই কোরবানি দিতে বললেন এই বলে যে, যার কোরবানি আল্লাহ কবুল করবেন তার সঙ্গে আকলিমার বিয়ে দেয়া হবে। তখন হাবীল পাহাড়ের উপর একটি দুম্বা রেখে দিলেন কোরবানির নিয়তে আর কাবিল রাখলেন কিছু শস্য। আকাশ থেকে বজ্রপাত হয়ে হাবীলের রেখে আসা দুম্বা ভস্মীভূত হলো। এতে বোঝা গেলো আল্লাহ হাবীলের কোরবানি কবুল করেছেন। তখন কাবিল ক্রোধে তার বিশ বছর বয়স্ক ভাইকে পাথর মেরে হত্যা করলেন। এটাই মানব সভ্যতার ইতিহাসে প্রথম মৃত্যুর ঘটনা। কোরআন মজীদে ইরশাদ হয়েছে: আদমের দুই পুত্রের বৃত্তান্ত তুমি তাদেরকে শোনাও। যখন তারা উভয়েই কোরবানি করেছিলো, তখন একজনের কোরবানি কবুল হলো এবং অন্যজনের কবুল হলো না (সূরা মায়িদা: আয়াত ৫)।