বিশ্বজুড়ে

এবার পাকিস্তানে পাল্টা হামলা করলো ভারত

ঢাকা অর্থনীতি ডেস্কঃ জম্মু-কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতে পাকিস্তানের হামলার পর পাল্টা হামলা চালিয়েছে ভারত। গুলি ছুঁড়ে পাকিস্তানের হামলার পাল্টা জবাব দিয়েছে দেশটি।

অন্যদিকে আগামীতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করা হবে বলে জানিয়েছেন পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি।

এ অবস্থায় সংকট সমাধানে ব্যবস্থা নিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। উদ্বেগ জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ও। এছাড়া কাশ্মীরিদের মানবাধিকার নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘও।

কাশ্মীরের স্বায়ত্তশাসন কেড়ে নেয়ার নিন্দা জানিয়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে ইসলামাবাদ ও নয়াদিল্লিতে। বুধবার কূটনৈতিক সম্পর্ক সীমিত করার পাশাপাশি সব ধরনের দ্বিপক্ষীয় বাণিজ্য স্থগিত করার সিদ্ধান্ত নেয় ইসলামাবাদ। একই সঙ্গে পাকিস্তানে নিযুক্ত ভারতের হাইকমিশনারকে প্রত্যাহার করা হয়।

Related Articles

Leave a Reply

Close
Close