দেশজুড়েপ্রধান শিরোনাম

ভোগান্তি বৃষ্টিতে, প্রশান্তি শেকড়ের টানে; ঘরমুখী মানুষ

ঢাকা অর্থনীতি ডেস্ক: ঈদুল আযহার ছুটি সামনে রেখে সপ্তাহের শেষ দিনেশিল্প নগরী সাভার ছাড়ছেন মানুষ। সকাল থেকেই বাড়ছে ঘরমুখী মানুসেল ভিড়। তবে বৃষ্টিতে ভোগান্তিতে পড়তে হয় ঘরমুখো যাত্রীদের।

বৃহস্পতিবার (০৮ আগস্ট) সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ঘর মুখো যাত্রীদের ভিড় বাড়তে থাকে। সকাল থেকে মুষলধারে বৃষ্টিতে ভোগান্তিতে পড়তে দেখা যায়। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে ঘরমুখী মানুষের চাপ আরও বাড়বে।

ছবি: গাজীপুর চন্দ্রা মোড়। বৃষ্টি উপেক্ষা করে বাসের অপেক্ষায় ঘরমুখী মানুষ।

বিশেষ করে সাভার বাস স্ট্যান্ট, আশুলিয়ার নবীনগরও বাইপাইল ও গাজীপুরের চন্দ্রা মোড়ে যাত্রীদের অপেক্ষা দেখা যায়। বৃষ্টি উপেক্ষা করে ঘরমুখী মানুষ বাসে যানবাহনে উঠার চেষ্টা করছেন।

এদিকে প্রতিটি পয়েন্টে পুলিশের অবস্থা দেখা যায়। যানমুক্ত রাখতে সড়ক ও মহাসড়কে কাজ কারছেন।

এ বিষয়ে গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ রাসেল জানান, নিরাপদ ও যানজট মুক্তভাবে মানুষ যাতে বাড়ি ফিরতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ঝড়-বৃষ্টি উপেক্ষা করেও পুলিশ কাজ করে যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Close
Close