প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ

সাভারে ফুটপাত দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকা অর্থনীতি ডেস্ক :সাভারে মহাসড়কের পাশের ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে উঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ।

 

শুক্রবার দুপুর পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ২ শতাধিক ছোট-বড় স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাতুল আলম।

সাভার হাইওয়ে থানার ওসি জানান, ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ফুটপাত দখল করে বেশ কিছু অবৈধ স্থাপনা ও দোকান গড়ে ওঠেছে, যার ফলে পথচারীসহ কিছু স্থানে যানচলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। ফুটপাত দখলমুক্ত রাখতে এবং সড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে কার্যক্রম চালাচ্ছে সাভার হাইওয়ে থানা পুলিশ। আজ দুপুর পর্যন্ত হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় ছোট বড় ২ শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পর্যায়ক্রমে সাভারের মহাসড়কের পাশের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

Related Articles

Leave a Reply

Close
Close