দেশজুড়েপ্রধান শিরোনাম

সুন্দরবনে খালে মাছ আহরণ বন্ধ

ঢাকা অর্থনীতি ডেস্ক: প্রজনন মৌসুম শুরু হওয়ায় সুন্দরবনের ৪ শতাধিক খালে দু‘মাস বন্ধ থাকবে মাছ আহরণ। জীব বৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় পূর্ব ও পশ্চিম সুন্দরবন বিভাগের ৪ শতাধিক খালে জুলাই ও আগস্ট মাসে মাছ ধরা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বন বিভাগ।

আজ থেকে (০১ জুলাই) আগামী দুইমাস বন্ধ থাকবে মাছ আহরণ।

বনবিভাগ জানায়, জুলাই ও আগস্ট মাসে পাস-পারমিট নিয়ে বনের অভ্যন্তরে খালে এক শ্রেণির অসাধু জেলে জাল দিয়ে মাছ আহরণের আড়ালে বিষ প্রয়োগ করে চিংড়ি মাছ আহরণ করে। কিন্তু ওই বিষে খালের মাছসহ জীববৈচিত্র ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। যার ফলে মাছ মরে খালের পানিতে ভেসে ওঠে। বিষে মরা মাছ খেয়ে অন্যান্য জীব-জন্তুও মারা যায়। সেই সাথে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ে।

এ কারণেই সুন্দরবন বন বিভাগ এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।

মৎস্য ব্যবসায়ী মাহবুবুর রহমান শেলু বলেন, সুন্দরবনের খালে মাছ ধরা বন্ধ ঘোষণায় জেলেদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এই নিষেধাজ্ঞার কারণে অধিকাংশ জেলে নদীতে মাছ আহরণের সুযোগ থেকে বঞ্চিত হবে।

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদিন জানান, সুন্দরবনে মাছের প্রজনন মৌসুম জুলাই-আগস্ট। এই দুই মাসে বনের মধ্যে ২৫ ফুট বা তার কম চওড়া কোন খালে জেলেরা মাছ আহরণ করতে পারবেন না।

Related Articles

Leave a Reply

Close
Close