করোনাপ্রধান শিরোনামবিশ্বজুড়ে
বিশ্বজুড়ে করোনায় শনাক্ত-মৃতের সংখ্যা বেড়েই চলেছে
ঢাকা অর্থনীতি ডেস্কঃ বিশ্বজুড়ে আরও প্রায় ৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে সাড়ে ৩ লাখের বেশি।
দৈনিক সংক্রমণ আর প্রাণহানির শীর্ষে এখনও ভারত। শনিবার দেশটিতে ৯২১ জনের প্রাণ গেছে কোভিড নাইনটিনে। সংক্রমণ শনাক্ত হয়েছে ৭৪ হাজার ৫শ’য়ের বেশি।
এদিন ৬ শতাধিক মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। ব্রাজিলে প্রাণ গেছে প্রায় সাড়ে ৫শ’। সেকেন্ড ওয়েভের শিকার ফ্রান্সে আরও বেড়েছে সংক্রমণ। প্রায় ২৭ হাজার নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে দেশটিতে।
বিশ্বে করোনাভাইরাসে মোট প্রাণহানি ১০ লাখ ৭৭ হাজারের ওপর। আর মোট আক্রান্ত ৩ কোটি ৭৪ লাখ ৪৯ হাজারের কাছাকাছি।
/এন এইচ