জীবন-যাপন
প্রেমিকার নিকটে যেসব বিষয়ে সতর্ক থাকবেন
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ভালোবাসা মনের মাধুলীতে সাজানো রূপ কথার এক অপরূপ পরিপূর্ণতা। কিন্তু সে ভালবাসার মানুষটিকে আপন করে পেতে হলে প্রথম দিকে বেশ কিছু বিষয়ে লক্ষ্য রাখতে হয়। বিশেষ করে ছেলেদের এসব বিষয়গুলো নিয়ে ভাবতে হয়। কি আপনার মনে মানুষ পছন্দ করে, কিসে তাঁর ভালো লাগা, খারাপ লাগার বিষয়গুলির দিকে বিশেষ নজর দিতে হয়। শুরুর দিকে যেদিকে লক্ষ্য রাখা জরুরী সেগুলোর কিছু বিষয় নিম্নরূপ_
১। দামি পোশাক আর দামি ঘড়ি মানেই এই নয় আপনি নিজেকে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন, এটা নিতান্ত ভুল ধারণা। আপনি কতটা দামি ফোন ব্যবহার করছেন সেটাও গুরুত্বপূর্ণ নয়। এক্ষেত্রে নিজেকে মানানসই পোশাক, ম্যানার্স ইত্যাদি লক্ষণীয় বিষয়।
২। হাতের নখ কতটা পরিষ্কার, আপনার পা ধুলো মাখা নাকি পরিষ্কার এসব বিষয়ে লক্ষ্য রাখা প্রয়োজন। ব্যক্তিগতভাবে আপনি কতটা স্বাস্থ্যবিধি মেনে চলেন মেয়েরা কিন্তু তা খুব ভালো ভাবে খেয়াল করেন।
৩। তাকানোর বিষয়গুলো মেয়েরা খুব ভালোভাবে লক্ষ্য করে থাকে। এক্ষেত্রে আপনার পছন্দের মানুষের চোখে দৃষ্টি রাখতে চেষ্টা করুন। প্রথম ডেট হিসেবে আপনি কোন জায়গা পছন্দ করেছেন তাও কিন্তু মেয়েরা খেয়াল রাখেন।
৪। ডেটিংয়ে বিষয়ে আপনার পছন্দের মানুষ জুতার দিকে একটু বিশেষ নজর দিয়ে থাকে। ভুলেও হাওয়াই চটি পরিহিত অবস্থায় যাবেন না। ছেঁড়া জুটা তো প্রশ্নেই আসে না। জুতা ব্যবহারের ক্ষেত্রে সাবলীল পছন্দকে গুরুত্ব দিতে পারেন।
৫। কোথাও খেতে গিয়েছেন। সেখানে কীভাবে অডার দিচ্ছেন, ওয়েটারের সঙ্গে কীভাবে কথা বলছেন! এসব ক্ষেত্রে মেয়েরা আপনার ব্যবহার খুব খুঁটিয়ে লক্ষ্য করে। কারণ মেয়েরা কিন্তু নিজের নিরাপত্তার কথা প্রথম ভাবে।
সুন্দর ও ভালোবাসার পরিপূর্ণতায় মেতে উঠুক আপনার ভালোবাসার মানুষের সাথে কাটানো সময়গুলো। নিজের ভালোবাসার মানুষকে প্রাধান্য দিতে শিখুন।
/আরকে