আশুলিয়াস্থানীয় সংবাদ

সন্তান মানবিক ও শিক্ষিত মানুষ হোক এমনটাই প্রত্যাশা করেন বাবা!

মো. খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদকঃ চারিদিকে বইছে খুশির আভাস, পরিবারে এসেছে নতুন অতিথির ছোঁয়া। পরিবারের সকলের মাঝে অন্যরকম আনন্দ কাজ করছে। তবে সন্তানের বাবা মোঃ শফিকুল ইসলাম রাজীব ভূইয়া যেন একটু বেশিই খুশি।

খুশিতে আহ্লাদে আদখানা হয়ে তিনি জানালেন, আমি আবারও বাবা হলাম। আমার ঘরে আবার চাঁদের আলো এসেছে।  জীবনকে গুছিয়ে নিতে কিছুটা সময় নিয়েছি। তারপর পরিকল্পনা অনুযায়ী অপেক্ষা।  চোখের সামনে ধীরে ধীরে আমার সন্তান স্ত্রীর গর্ভে বেড়ে উঠছে। তাকে নিয়ে কত পরিকল্পনা। স্ত্রীর প্রশ্ন- তুমি ছেলে চাও নাকি মেয়ে? আমি আল্লাহর নিকটে শুধু সুস্থ সন্তানের জন্য প্রার্থনা করতাম।

সন্তানের প্রতি বিশেষ দৃষ্টি দিয়ে তিনি আরও জানালেন, তুই সারা জীবন আদরে থাকবি। তোর মাঝে আমি আমাকে প্রতিষ্ঠিত করতে চাই। আমার না পাওয়াগুলো তুই পূরণ করবি। তোর কাছে একটাই চাওয়া- জীবনে হতাশ হবি না, অল্পতেই সন্তুষ্ট থাকবি, অহংকার, ঘৃণা যেনো তোকে স্পর্শ করতে না পারে। সর্বপরি একজন মানুষ হয়ে উঠবি। যে হবে- মানবিক ও শিক্ষিত মানুষ।

২০১১ সালের ২৯ সেপ্টেম্বর মোসা. নিপা ভূঁইয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মোঃ শফিকুল ইসলাম  রাজীব ভূইয়া।

তাঁদের প্রথম ছেলের নাম উদয় ভূঁইয়া, উদয়ের বর্তমান বয়স ৭ বছর। এ দম্পত্তির দ্বিতীয় ছেলে রোববার দুপুর ২ টা ৩০মিনিটে নারী ও শিশু হাসপাতালে জন্মগ্রহণ করেছে। মোঃ শফিকুল ইসলাম আশুলিয়া ধামসোনা ইউনিয়ন ৭ নং ওয়ার্ড গাজীচট মধ্যপাড়া ভূইয়া বাড়ীর আলহাজ্ব আব্দুল করিম ভূঁইয়ার দ্বিতীয় সন্তান।

Related Articles

Leave a Reply

Close
Close