শিল্প-বানিজ্যশেয়ার বাজার
৯ দিনের ছুটিতে পুঁজিবাজার
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঈদুল আজহায় পুঁজিবাজার বন্ধ থাকবে ৯ দিন। ঈদে তিন দিন সরকারি ছুটির বাইরে এক দিন বিশেষ ও সাপ্তাহিক বন্ধ মিলে ৯ দিন বন্ধ থাকবে লেনদেন। সেই হিসাবে বৃহস্পতিবার শেষ লেনদেন হয়েছে। ছুটি শেষে ১৭ আগস্ট লেনদেন হবে।
ডিএসইর কর্মকর্তারা জানান, ঈদুল ফিতরেও ৯ দিন বন্ধ ছিল পুঁজিবাজার। সাপ্তাহিক ছুটি ও বিশেষ ছুটি মিলে লম্বা ছুটির মধ্যে পড়ছে পুঁজিবাজার।
জানা গেছে, ১২ আগস্ট ঈদুল আজহা। সে জন্য ১১ থেকে ১৩ আগস্ট সরকারি ছুটি। আর ৯ ও ১০ আগস্ট শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ। ১৫ আগস্ট, বৃহস্পতিবার জাতীয় শোক দিবসের ছুটি। পরের শুক্র ও শনিবারও সাপ্তাহিক বন্ধ। ১৪ আগস্টও ডিএসইর পর্ষদ বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।