দেশজুড়ে
৯৯৯-এ ফোন পেয়ে বাল্যবিয়ে বন্ধ করল পুলিশ
ঢাকা অর্থনীতি ডেস্কঃ যশোরে পুলিশের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে নবম শ্রেণির এক স্কুলছাত্রী। ওই ছাত্রী যশোর সদরের ঝুমঝুমপুর সেগুনবাগান এলাকার জিয়ারুল ইসলামের মেয়ে।
শুক্রবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বরযাত্রীরা আসার আগেই বিয়ে বাড়িতে গিয়ে পুলিশ বিয়ে বন্ধ করে দেয়।
যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) হায়াৎ মাহমুদ জানান, ৯৯৯ নম্বর থেকে বাল্যবিয়ে হচ্ছে ফোন পেয়ে তারা ঘটনাস্থলে যান। মেয়ের অভিভাবকদের সঙ্গে কথা বলে ও খোঁজখবর নিয়ে তারা জানতে পারেন মেয়ে অপ্রাপ্তবয়স্ক। এ কারণে তারা বিয়ে বন্ধ করে দিয়েছেন। মেয়ের অভিভাবকরাও কুফল বুঝতে পেরে বিয়ে বন্ধ রাখতে রাজি হন।
ছাত্রীর বাবা জিয়ারুল ইসলাম জানান, যশোর সদরের ঘুরুলিয়া গ্রামের স্যানিটারি মিস্ত্রি আবিরের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করেছিলেন। গরিব হওয়ায় সংসারের খরচ মেটানো তার জন্য কষ্টসাধ্য হয়ে পড়ে। মেয়ে যেন ভালো থাকতে পারে সেজন্য বিয়ে দিতে চেয়েছিলেন।