দেশজুড়ে

৯৯৯ এ কল, অতঃপর নারী পর্যটককে উদ্ধার করল পুলিশ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঢাকা থেকে স্বামীসহ রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ‘সাজেক ভ্যালি’ বেড়াতে যান রোকসানা আক্তার। সাজেক ভ্যালি পরিদর্শন করে পাহাড়ের নিচে ঝরনা দেখতে মঙ্গলবার সকালে স্বামীসহ রওনা দেন এই দম্পতি।

প্রায় ২ হাজার ফুট নিচে নামার সময় হঠাৎ হোঁচট খেয়ে পা ভেঙে ফেলেন রোকসানা। এ সময় সাহায্যর জন্য দিশেহারা হয়ে পড়েন তিনি। উপায়ন্তর না দেখে ৯৯৯ এ কল দেন এই দম্পত্তি।

সকাল নয়টায় ৯৯৯ এর মাধ্যমে কল পেয়ে সাজেকে অবস্থিত লুইলুই পুলিশ ক্যাম্প প্রধান এসআই মুশফিকুর রহমান স্থানীয় জনগণের সহায়তায় রোকসানা আক্তারকে উদ্ধার করতে নেমে পড়েন। প্রায় দেড় ঘণ্টা পর সকাল সাড়ে দশটায় রোকসানাকে উদ্ধার করে আনেন তারা। পরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদরে পাঠায় লুইলুই ক্যাম্প পুলিশ।

লুইলুই পুলিশ ক্যাম্প প্রধান এসআই মুশফিকুর রহমান জানান, ৯৯৯ নম্বর থেকে কল পাওয়ার পরপরই আহত নারীকে উদ্ধারের চেষ্টা চালাই। স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে ওই নারী পর্যটককে উদ্ধার করতে সক্ষম হই। বর্তমানে আহত নারী সম্পূর্ণ সুস্থ আছেন।

দ্রুত পুলিশী সেবা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এই দম্পত্তি।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close