দেশজুড়েপ্রধান শিরোনাম
৯৯৯’এ কল দেয়ায় যাত্রীকে রড দিয়ে পিটুনি
ঢাকা অর্থনীতি ডেস্কঃ কুমিল্লায় অতিরিক্ত বাস ভাড়া নেওয়ার বিষয়ে জরুরি নম্বর ৯৯৯ এ কল দেওয়ায় যাত্রীর স্বজনকে রড দিয়ে পিটুনির অভিযোগ উঠেছে। পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় তিশা প্লাস কাউন্টারে এ ঘটনা ঘটে।
অভিযোগকারী ওমর ফারুক বলেন, ‘মা-বাবার জন্য কুমিল্লা থেকে চট্টগ্রাম অলঙ্কারের বাস টিকিট ক্রয় করতে যাই। তিশা প্লাস প্রাইভেট লিমিটেড কাউন্টারে ২০০ টাকার ভাড়ার স্থলে ২৫০ টাকা নেয়, কারণ জানতে চাইলে তারা বলে ঈদে ভাড়া বেশি।
বিষয়টি নিয়ে ৯৯৯ নম্বরে কল দেওয়াতে বাস কাউন্টার কর্তৃপক্ষ রেগে যায়। কাউন্টার ও বাসের লোকজন রড দিয়ে আমার উপর হামলা করে।’
জাতীয় ভোক্তা অধিদফতর কুমিল্লা জেলার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, ঈদের আগে পরিবহন মালিকদের সঙ্গে মতবিনিময় করেছি। তারা জানিয়েছে, অতিরিক্ত ভাড়া নেওয়া হবে না।
এ ঘটনার বিষয়ে তিনি বলেন, অভিযোগের সত্যতা যাচাই করে তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।