আমদানি-রপ্তানীশিল্প-বানিজ্য
৮ জুন পর্যন্ত দর্শনা বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
ঢাকা অর্থনীতি ডেস্কঃ চুয়াডাঙ্গার দর্শনা রেলবন্দর হয়ে শনিবার (১ জুন) থেকে ৮ জুন পর্যন্ত টানা আট দিন সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
একই কারণে মৈত্রী এক্সপ্রেস ট্রেন আগামী ৪ ও ৫ জুন চলাচল করবে না। পবিত্র ঈদের ছুটি উপলক্ষে বন্দর কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে ।
দর্শনা রেলওয়ে বন্দরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা স্টেশন সুপারিনটেনডেন্ট মীর মো. লিয়াকত আলী জানান, ঈদের ছুটির কারণে ব্যাংক ও কাস্টমস হাউজের কার্যক্রম বন্ধ থাকায় আমদানি রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৯ জুন থেকে সবকিছু স্বাভাবিক চলবে।