প্রধান শিরোনামবিশ্বজুড়ে
৮৬ বছর পর আয়া সোফিয়ায় ঈদের জামাত অনুষ্ঠিত
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ৮৬ বছর পর আবারও তুরস্কের ইস্তাম্বুলের ঐতিহ্যবাহী আয়া সোফিয়ায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। তুর্কি নাগরিকদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও মুসলিম ঐতিহ্যের এ কেন্দ্রে ঈদের নামাজ আদায় করেন।
মুসল্লিদের জন্য জায়নামাজ, জীবাণুনাশক মাস্ক এবং পানি সরবরাহ করেন স্থানীয় প্রশাসন। ঈদ জামাতে অংশ নেয়া মুসল্লিদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
গত শুক্রবার (২৪ জুলাই) জাদুঘর থেকে মসজিদে রূপান্তরের পর প্রথম জুমার নামাজ দিয়ে ইবাদত শুরু হয় নান্দনিক এ স্থাপনায়।
এন এইচ