দেশজুড়ে
৭ দফা দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
ঢাকা অর্থনীতি ডেস্কঃ সম্প্রতি সিলেট, খাগড়াছড়ি ও নোয়াখালীসহ সারাদেশে নারীর ওপর সহিংসতার প্রতিবাদে রাজধানীর উত্তরায় চতুর্থ দিনের মতো ৭ দফা দাবি নিয়ে সড়ক অবরোধ করেছে সাধারণ ছাত্র সমাজ।
বুধবার রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং বিএনএস সেন্টারের সামনে এ কর্মসূচি পালন করে তারা।
সাত দফা দাবিগুলো হলো:
ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।
৩০ থেকে ৬০ দিনের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করতে হবে।
ধর্ষণের ঘটনার বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করতে হবে।
ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত, ইন্দন দাতা ও আশ্রয় প্রশ্রয় দাতাদের সামনে এনে বিচারের সম্মুখীন করতে হবে।
ধর্ষিতাদের সব চিকিৎসা ও ক্ষতিপূরণ দিতে হবে।
নারীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।
নির্জন স্থানগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে।
এ সময় ছাত্র ছাত্রীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘বাংলাদেশের ধর্ষকদের স্থান নেই’, ‘ধর্ষকদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।
বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে ছাত্র ছাত্রীরা বলেন, সারাদেশে অপরাধী চক্র বেপরোয়া হয়ে উঠেছে। এদেশে কোন ধর্ষকদের স্থান নেই। এ অপরাধীদের শুধু লোক দেখানো গ্রেফতার করলেই হবে না, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
উত্তরা রাজউক মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আসমাউল সুপ্তি জানান, চতুর্থ দিনের মতো আজ আমাদের এ কর্মসূচি চলছে। আমরা আগামী ৭২ ঘণ্টা সময় দিয়েছি। এরমধ্যে আমাদের দাবি-দাওয়া না মানলে বা আমাদের আশ্বস্ত না করা হলে পরবর্তীতে আমরা অনশনের ডাক দেবো।
সমাবেশ শেষে পুলিশি নিরাপত্তায় একটি সংক্ষিপ্ত মিছিল হাউজ বিল্ডিং মোড় প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেয়, উত্তরা রাজউক মডেল স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা ইউনিভার্সিটি, শান্তা মরিয়ম কলেজ, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, টাউন ডিগ্রী কলেজ, উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ, মাইলস্টোন কলেজের ছাত্র ছাত্রীরা।
/এন এইচ