চাকুরী
৭৫০ জনকে নিয়োগ দিবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য সম্পূর্ণ অস্থায়ীভাবে ৭৫০ জনকে নিয়োগ দেয়া হবে। সম্পূর্ণ অস্থায়ীভাবে দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করতে আগ্রহীরা পদগুলোতে আবেদন করতে পারবেন।
যোগ্যতাঃ বিজ্ঞপ্তি অনুযায়ী, শ্রমিক (দক্ষ) পদে ৭৫ জন এবং শ্রমিক (অদক্ষ) পদে ৬৭৫ জনকে নেয়া হবে। শ্রমিক (দক্ষ) পদে আবেদনের জন্য কমপক্ষে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শ্রমিক (দক্ষ) পদে অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে।
উভয়ের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩৫ বছর। প্রার্থীকে অবশ্যই সুস্থ, সবল এবং শারীরিক পরিশ্রম করার উপযুক্ত সুঠাম দেহের অধিকারী হতে হবে। দৈহিক উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩০ থেকে ৩২ ইঞ্চি এবং চোখের অবস্থা সুস্থ ও স্বাভাবিক হতে হবে।
দৈনিক মজুরীঃ কাজ করলে মজুরি, না করলে নেই ভিত্তিতে পদগুলোতে নিয়োগ দেয়া হবে। নিয়োগপ্রাপ্তরা শ্রমিক (দক্ষ) পদে দৈনিক ৫০০ টাকা এবং শ্রমিক (অদক্ষ) পদে দৈনিক ৪৭৫ টাকা হারে মজুরি পাবেন।