দেশজুড়েপ্রধান শিরোনাম
৬ সহকারী সচিবকে বদলি
ঢাকা অর্থনীতি ডেস্কঃ প্রশাসন ক্যাডারের ৬ সহকারী সচিবকে পদায়নের জন্য দেশের বিভিন্ন বিভাগীয় কমিশনার কার্যালয়ে বদলি করা হয়েছে। বুধবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আদেশে বলা হয়েছে, পরিকল্পনা কমিশনের সহকারী প্রধান নিশাত শারমিনকে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়, নওগাঁ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সেলিম আহমেদকে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়, বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসানকে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে বদলি করা হয়েছে।
এছাড়া ফেনী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার রাজীব দাশ পুরকায়স্থকে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়, কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার তানিয়া আক্তারকে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয় এবং নেত্রকোণা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার নারায়ন চন্দ্র বর্মণকে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে বদলি করা হয়েছে।
/এন এইচ