প্রধান শিরোনামরাজস্বশিল্প-বানিজ্য

৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট

ঢাকা অর্থনীতি ডেস্ক: উন্নয়নের ধারাবাহিকতায় ফেরার লক্ষ্যমাত্রা নিয়ে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট উপস্থাপন করা হবে আজ।

২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি হবে তার নিজের চতুর্থ আর আওয়ামী সরকারের টানা ১৪তম বাজেট। বৈধ পথে প্রবাসী আয় বাড়াতে প্রথমবারের মত প্রণোদনা কৌশল নিয়ে প্রশংসা কুড়ান অর্থমন্ত্রী। ছিলেন কালো টাকা সাদা করা অথবা ঋণ খেলাপিদের সুবিধা দেয়ার বেলায়ও পূর্বসূরীদের তুলনায় বেশ উদার অর্থমন্ত্রী। দায়িত্বের প্রায় পুরোটা সময়ই পার করছেন মহামারি ও বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জও।

টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায় এলে অর্থমন্ত্রী হন আ হ ম মুস্তফা কামাল। ২০১৯-২০ অর্থবছরে তৈরি করেন ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট। তবে সে বছর ১৩ জুন বাজেট উত্থাপনের আগে ডেঙ্গুতে আক্রান্ত অর্থমন্ত্রী সংসদে তার প্রথম বাজেট বক্তব্য দিতে ব্যর্থ হন। তার পক্ষে প্রথমবারের মত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেট তুলে ধরেন জাতির কাছে।

পরের বছর ২০২০-২১ অর্থবছরে বিশ্বে নেমে আসে করোনা সংকট। মহামারির মধ্যেও উচ্চাভিলাষী ছিলেন অর্থমন্ত্রী। ঘোষণা করেন ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট। মহামারি ধাক্কা সামলে অর্থনীতিকে গতিশীল রাখার প্রশ্নেও ২০২১-২২ অর্থবছরে নিজের তৃতীয় বাজেটে প্রস্তাব করেন ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট।

এবারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আর বৈশ্বিক মূল্যস্ফীতির চাপে বিপাকে দেশের মানুষের প্রত্যাশাকে সবচেয়ে বেশি আমলে নেয়ার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী হওয়ার আগে ৫ বছর পরিকল্পনামন্ত্রী ছিলেন মুস্তফা কামাল। প্রথম বাংলাদেশি হিসেবে প্রতিনিধিত্ব করেছেন ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি’তেও। বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে অনিয়ম এবং বিশ্বকাপ ট্রপি হস্তান্তরে সভাপতিকে এড়িয়ে যাওয়ার প্রতিবাদে ২০১৫ সালে আইসিসি’র সভাপতির পদ ছাড়েন তিনি।

শিক্ষা জীবনে নিজের মেধার স্বাক্ষর রেখে ১৯৭০ সালে তৎকালীন পাকিস্তানের সিএ পরীক্ষায় মেধা তালিকায় সম্মিলিতভাবে প্রথম হন বাবরু মিয়া ও সায়রা বেগমের সন্তান মুস্তফা কামাল। যার স্বীকৃতি লোটাস উপাধি পাওয়া একমাত্র বাঙালী তিনি। ১৯৪৭ সালের ১৫ই জুন কুমিল্লা জেলার দুতিয়াপুর গ্রামে জন্মান বর্তমান অর্থমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Close
Close