প্রধান শিরোনামশিল্প-বানিজ্য
৬ মাসে দেশে নতুন করে কোটিপতি ৪,৮৬৫ জন
ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনার প্রকোপে বিপর্যস্ত অর্থনীতি। আর এই মহামারীর মধ্যেই দেশে নতুন করে কোটিপতি হয়েছেন প্রায় ৫ হাজার ব্যাক্তি। গেল বছরের এপ্রিল থেকে সেপ্টেম্ব পর্যন্ত ৬ মাসে ব্যাংক হিসাবে কোটি টাকার বেশি আছে এমন আমানতকারী ৪ হাজার ৮৬৫ জন।
এতে সেপ্টেম্বরের শেষে বর্তমানে দেশে কোটিপতি আছে ৮৭ হাজার ৫’শ জন। আর তাদের সম্পদের পরিমান পাঁচ লক্ষ ৫৪ হাজার কোটি টাকা। এই অর্থ মোট আয়াতনের ৪২ দশমিক ২ শতাংশ। আর সেপ্টেম্বর শেষে ব্যাংক আমানতের পরিমাণ ছিল ১৩ লাখ কোটি টাকা।
৩ জানুয়ারি, কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত তথ্য-উপাত্ত থেকে জানা গেছে এসব তথ্য।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, আমানতের পাশাপাশি বেড়েছে ঋণ দেয়ার পরিমাণও।
অর্থনীতিবিদরা বলছেন, এসব অর্থ কর আওতার বাইরে থেকে যাচ্ছে। সে কারণে কর ব্যবস্থাপনার সঠিক বাস্তবায়নে জোর দিচ্ছেন তারা।
/এন এইচ