করোনাদেশজুড়েপ্রধান শিরোনাম

৬৬ দিন পর খুলছে সরকারি-বেসরকারি অফিস

ঢাকা অর্থনীতি ডেস্কঃ জরুরিসেবায় কিছু মন্ত্রণালয় ও বিভাগ খোলা রাখা হলেও করোনা পরিস্থিতিতে কার্যত লকডাউনে ছিল গোটা বাংলাদেশ। এ পরিস্থতির অবসান হচ্ছে।

রোববার (৩১ মে) খুলে যাচ্ছে সরকারি-বেসরকারি সব অফিস। দোকানপাটও খুলবে একই দিন। তবে বাসের চাকা ঘুরবে একদিন পর। আর শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না এখন।

করোনা ভাইরাসের কারণে টানা ৬৬ দিনের সাধারণ ছুটি শেষে আগামী ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত চলাচল সীমিত করে গত ২৮ মে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

এসময়ে গণপরিবহন ও কলকারখানা সীমিত পরিসরে চালু করা হলেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এতে বলা হয়, করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে এবং পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে সরকার আগামী ৩০ মে’র পর শর্তসাপেক্ষে দেশের সার্বিক কার্যাবলী ও জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ/সীমিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close