দেশজুড়ে

৬৬ ইউএনও পাচ্ছেন ৯০ লাখ টাকা দামের পাজেরো স্পোর্টস কিউএক্স জিপ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) পাচ্ছেন ৯০ লাখ ৩১ হাজার টাকা দামের মিতসুবিশি পাজেরো স্পোর্টস কিউএক্স জিপ। প্রথম পর্যায়ে ৬৬ জন ইউএনও’র জন্য এটি কেনা হচ্ছে। পরবর্তীতে বাকি ইউএনওদের জন্য পর্যায়ক্রমে এই গাড়িটি কেনা হবে।
বুধবার (১৯ জুন) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে গাড়ি কেনার প্রস্তাব অনুমোদন করা হয়। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অসুস্থ থাকায় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এতে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোসাম্মৎ নাসিমা বেগম সাংবাদিকদের বলেন, ‘চলতি (২০১৮-১৯) অর্থবছরের বাজেট থেকে এসব গাড়ি কেনার অর্থ বরাদ্দ দেওয়া হবে। গাড়িগুলোর ব্র্যান্ড মিতসুবিশি পাজেরো স্পোর্টস কিউএক্স জিপ। এসব গাড়ি কিনতে সরকারের মোট ব্যয় হবে ৫৯ কোটি ৬০ লাখ ৮৫ হাজার টাকা।’

নাসিমা বেগম জানান, গাড়িগুলো সরবরাহ করবে সরকারি প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ। এর আগে ৫ মে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য মিতসুবিশির পাজেরো স্পোর্টস কিউএক্স মডেলের জিপ সরাসরি ক্রয় পদ্ধতিতে গাড়ি কেনার নীতিগত অনুমোদন দেয় অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ওই দিন সচিবালয়ের মন্ত্রিপরিষদের সভাকক্ষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংক্রান্ত কমিটির বৈঠকে প্রস্তাবগুলোর অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Close
Close