দেশজুড়ে

৬৪ জেলাতেই ছড়িয়ে পড়েছে ডেঙ্গু

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বাংলাদেশের ৬৪ জেলাতেই ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। তবে সরকারি হিসেবে এখনও ৬৩ জেলাতে বলা হচ্ছে। স্বাস্থ্য অধিদফতর থেকে নেত্রকোনা বাদে অন্য সব জেলায় ডেঙ্গুরোগী চিকিৎসাধীন থাকার কথা জানানো হয়েছে

সর্বশেষ নেত্রকোনাতেও ডেঙ্গু রোগী পাওয়া গেছে। সেখানকার সিভিল সার্জন ৫ জন ডেঙ্গু রোগীর কথা জানিয়েছেন গণমাধ্যমগুলোকে।

বুধবার (৩১ জুলাই) বিকেলে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৫ জনকে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান তিনি।

সিভিল সার্জন বলেন, আক্রান্তদের মধ্যে একজন মোহনগঞ্জ উপজেলার আর বাকিরা সবাই জেলা শহরের। তারা রাজধানী থেকে এই অসুখ নিয়ে এসেছেন বলে দাবি করেছেন তিনি। হাসপাতালে ডেঙ্গু শনাক্তের পরীক্ষার ব্যবস্থা না থাকায় বেশ কয়েকজন ফিরে গেছেন বলেো জানান তিনি।

সরকারি পরিসংখ্যান সেলের তথ্যানুযায়ী, ৩১ জুলাই, বুধবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১৭ হাজার ১৮৩। আর প্রাণঘাতী এ রোগে এখন পর্যন্ত মারা গেছেন ৫৫ জন। যদিও বেসরকারি হিসাবে এ সংখ্যা তিনগুণের বেশি।

Related Articles

Leave a Reply

Close
Close