দেশজুড়েপ্রধান শিরোনাম

৬০ টাকায় ঘরে বসে মিলবে ড্রাইভিং লাইসেন্স

ঢাকা অর্থনীতি ডেস্ক: এবার ৬০ টাকায় ঘরে বসে গ্রাহকের হাতে ড্রাইভিং লাইসেন্স পৌঁছে দেওয়ার কথা জানালো বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।
রবিবার (১৫ জানুয়ারি) রাজধানীর বিআরটিএ ভবনে ডাক বিভাগের সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়।

অনুষ্ঠান শেষে বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার এই কথা জানান। এসময় ডাক বিভাগের পরিচালক হারুনুর রশিদ উপস্থিত ছিলেন।

নুর মোহাম্মদ মজুমদার জানান, ড্রাইভিং লাইসেন্স নিয়ে জনমনে যে ভোগান্তি ছিল, সেটি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়তে এখন থেকে মানুষের ঘরে লাইসেন্স পৌঁছে দেবে বিআরটিএ। এই কাজে সহযোগিতা করবে ডাক বিভাগ। এতে গ্রাহকের খরচ পড়বে মাত্র ৬০ টাকা।

আগামী ১৭ জানুয়ারি থেকে এ সেবা প্রদান শুরু করবে জানিয়ে তিনি আরও বলেন, লাইসেন্স প্রক্রিয়া সম্পন্ন হলে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে গ্রাহককে জানিয়ে দেওয়া হবে। এরপর তার ঠিকানায় ডাক বিভাগের মাধ্যমে গুরুত্বপূর্ণ কার্ডটি পৌঁছে যাবে। এতে করে দালালদেরও দৌরাত্ম্য কমে যাবে।

সংস্থাটি জানায়, কোনো কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে লাইসেন্স ঘরে না পৌঁছলে বিআরটিএ’র ওয়েবসাইট থেকে কপি সংগ্রহ করা যাবে। সেটায় বারকোড থাকবে। ফলে আইন প্রয়োগকারী সংস্থাও এর সত্যতা চিহ্নিত করতে পারবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক ও সেতু সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব

Related Articles

Leave a Reply

Close
Close