দেশজুড়ে
৬০ জন পাচ্ছেন ১৬০ টাকায় পুলিশে চাকরি
ঢাকা অর্থনীতি ডেস্ক: ‘চাকরি নয়, সেবা’ স্লোগানে স্মার্ট পুলিশ তৈরি করতে পুলিশ কনস্টেবল নিয়োগে ৬০ পদের বিপরীতে যাচাই-বাছাইতে অংশ নিয়েছেন ২ হাজার ৩৩১ জন।
শুক্রবার (৮ই মার্চ) সকালে চাঁদপুর পুলিশ লাইনস মাঠে যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়।
যাচাই-বাছাই কার্যক্রমে অংশ নেওয়ারা জানান, কোনো ধরনের দালাল বা প্রতারক চক্র ছাড়াই তারা ১৬০ টাকা খরচে আবেদন করেছেন। পুলিশে চাকরি পেলে খুশি হবেন তারা।
চাঁদপুর পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম বলেন, শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর যোগ্যরা চাকরি পাবেন। ৬০ জনের বিপরীতে যাচাই-বাছাইতে অংশ নিয়েছে ২ হাজার ৩৩১ জন। নির্ধারিত টাকার বাইরে কারও একটি টাকাও খরচ হবে না।
প্রতারক ও দালাল চক্র ঠেকাতে গোয়েন্দা সংস্থা ছাড়াও নিজস্ব গোয়েন্দা সংস্থা কাজ করছে বলে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
/এএস