দেশজুড়েপ্রধান শিরোনাম

৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার যুবক

ঢাকা অর্থনীতি ডেস্ক: বরিশাল বিভাগের শীর্ষ মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম রনির সেকেন্ড ইন কমান্ড মিনজার হোসেনকে (২৬) পাঁচ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এসময় একটি মোবাইল জব্দ করা হয়।

শনিবার (১৪ মে) সকাল সাড়ে ১০টায় নগরীর সিঅ্যান্ডবি পুলের কাজিপাড়া এলাকার বেল্লাল টি স্টোরের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক মিনজার বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি গ্রামের নুর উদ্দিনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, তিন দিন ধরে ঢাকা থেকে রনির একটি বড় ইয়াবা চালান বরিশালে আসছে–এমন খবর ছিল। শনিবার সকালে ইয়াবার চালানটি বরিশালের বাকেরগঞ্জের যাওয়ার উদ্দেশ্যে নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ এলে ওত পেতে থেকে অভিযানটি পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেন বলেন, অভিযানে আনুমানিক ২৫ লাখ টাকার ইয়াবা ও একটি মোবাইল জব্দ করা হয়। অভিযান টের পেয়ে মিনজারের সঙ্গে থাকা রনি পালিয়ে যায়। মিনজার ও সাইফুল ইসলাম রনিকে আসামি করে একটি মামলা করা হয়েছে। মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম রনিকেও আটকে অভিযান চলছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বরিশালের সহকারী পরিচালক।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close