খেলাধুলা
৫ বলেই ম্যাচ জিতে নেপালের বিশ্বরেকর্ড
ঢাকা অর্থনীতি ডেস্ক: দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ ক্রীড়াযজ্ঞ এসএ গেমসের ১৩তম আসরে মেয়েদের ক্রিকেটে প্রথম ম্যাচে মালদ্বীপ নারী ক্রিকেট দলের বিপক্ষে নেপালের মেয়েরা বিশ্বরেকর্ড করে জয় ছিনিয়ে নিয়েছে। ম্যাচ জিততে মাত্র পাঁচটি বল খরচ করে নেপালের প্রমীলারা।
মালদ্বীপ নারী ক্রিকেট দলকে মাত্র ১৬ রানে অলআউট করে নেপাল। জবাব দিতে নেমে মাত্র ৫ বলেই ১০ উইকেটের জয় তুলে নেয় দলটি। যা টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বলে জয়ের রেকর্ড।
ইনিংসের প্রথম ওভারেই পাঁচ বলে তিনটি চার মেরে দলকে বিজয় এনে দেন নেপালি ওপেনার কাজল শ্রেষ্ঠা।
তার আগে অবশ্য মালদ্বীপের ব্যাটসম্যানদের নাকানিচুবানি খাইয়েছেন নেপালের অঞ্জলি চাঁদ, গড়েছেন বিশ্ব রেকর্ডও। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোন রান না দিয়ে ৬ উইকেট নিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন নেপালের এই প্রমীলা ক্রিকেটার। বিরল এই রেকর্ডটি করতে অঞ্জলি খরচ করেন ২.১ ওভার।
/এনএইচ