দেশজুড়ে
৫ কোম্পানির দুধে মিলেছে ডিটারজেন্ট ও এন্টিবায়োটিক
ঢাকা অর্থনীতি ডেস্কঃ পাঁচ কোম্পানি উৎপাদিত পাস্তুরিত দুধে ডিটারজেন্টের সন্ধান পেয়েছেন গবেষকরা। কোম্পানিগুলো হলো- প্রাণ, মিল্কভিটা, ইগলু, আড়ং ও ফার্ম ফ্রেশ। পাস্তুরিত দুধের সবগুলো নমুনারতেই মানবচিকিৎসায় ব্যবহৃত এন্টিবায়োটিক লেভোফ্লক্সসিন, সিপ্রোফ্লক্সাসিন ও এজিথ্রোমাইসিনের উপস্থিতি পাওয়া গেছে। এছাড়াও অপাস্তুরিত দুধের একটি নমুনাতে ফরমালিনও পাওয়া মিলেছে। অন্য একটিতে পাওয়া গেছে ডিটারজেন্ট।
মঙ্গলবার (২৫ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে বায়োমেডিকেল রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক এবিএম ফারুক বলেন, ‘আমরা এসব কোম্পানি উৎপাদিত পাস্তুরিত ও অপাস্তুরিত কাঁচা দুধ পরীক্ষা করে তাতে ডিটারজেন্ট ও এন্টিবায়োটিক পেয়েছি।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদ এবং বায়োমেডিকেল রিসার্চ সেন্টার যৌথভাবে এ পরীক্ষা চালায়।
অধ্যাপক এবিএম ফারুক বলেন, আমরা যে ফলাফল দিয়েছি তা নমুনার ফলাফল। তার মানে এই না যে ওইসব কোম্পানির সব পণ্যই এরকম। আমরা কিন্তু থাকবো না মরে যাবো, যদি এভাবে যত্রতত্র এন্টিবায়োটিকের ব্যবহার করা হয়। এন্টিবায়োটিক যে গরুকে খাওয়ানো হলো ওই গরুর দুধ ও মাংস আমরা খেলে তা আমাদের শরীরে প্রবেশ করবে। মানুষকে বাঁচাতে আপনারা এখনই গরুকে এন্টিবায়োটিক খাওয়ানো বন্ধ করুন।