দেশজুড়ে

৫ কোটি টাকা মূল্যের মাদক ও অবৈধ কাঠসহ আটক ৬

ঢাকা অর্থনীতি ডেস্ক: কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদী থেকে ১ কেজি ৫৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও অবৈধ কাঠ বোঝাই ট্রলারসহ মিয়ানমারে ছয় নাগরিককে আটক করেছে বিজিবি। গতকাল বুধবার (৯ মার্চ) দিবাগত রাতে তাদের আটক করা হয়।

বিজিবি জানায়, নাফ নদীতে মিয়ানমারের দিক থেকে আসা একটি ট্রলার বাংলাদেশে প্রবেশ করলে তাদের সন্দেহ হয়। গতিবিধি সন্দেহজনক হওয়া ট্রলারটিকে থামার নির্দেশ দেয়া হলেও তা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে বিজিবির সদস্যরা ট্রলারটিকে জব্দ করতে সক্ষম হয়।

এসময় ট্রলারে থাকা ৬ রোহিঙ্গাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ট্রলার থেকে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস ও পাচারের জন্য অবৈধ কাঠ উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ৫ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকা।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close