খেলাধুলা

৫২ দল নিয়ে জাতীয় স্কুল ফুটবল

ঢাকা অর্থনীতি ডেস্ক: দেশের ৬টি ভেন্যুতে আগামী ২০ জানুয়ারি শুরু হচ্ছে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ। এবারের আসরে অংশ নেবে ৫২টি স্কুল। শুক্রবার (১৭ জানুয়ারি) বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্কুল ফুটবল কমিটির চেয়ারম্যান বিজন বড়ুয়া।

এ টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব শুরু হবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে। টুর্নামেন্টে অংশ নেয়া প্রতিটি দলকে প্রস্তুতির জন্য প্রয়োজনীয় অর্থ দিয়েছে বাফুফে। যেখানে প্রতি ম্যাচের বিজয়ী দলগুলো পাবে ৩ হাজার টাকা। এ টুর্নামেন্টে শিরোপা জয়ী দল প্রাইজমানি হিসেবে পাবে এক লাখ টাকা। আর রানার্সআপ দল পাবে ৫০ হাজার টাকা।

এ সময় উপস্থিত ছিলেন, বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close